আফগানিস্তান ২০ বছর পর ফের তালেবানের দখলে যাওয়ার পরই আফগান নারীদের সুরক্ষার কথা ভেবে আতঙ্কিত নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ৯ বছর আগে তালেবানের বুলেটের গুলিতে তার মাথার খুলির কিছু অংশ হারাতে হয়েছে। ফলে সেদিনের কোনো কথাই স্মরণে নেই মালালার। সেই জঙ্গিগোষ্ঠীই আফগানিস্তানের ক্ষমতা দখল করায় প্রতিনিয়ত ভয়ের মধ্য দিয়ে সময় কাটছে তার। খবর এনডিটিভির।
২৪ বছর বয়সী মালালা পোডিয়ামে প্রকাশিত একটি পোস্টে বলেন, আফগানিস্তানের প্রদেশের পর প্রদেশে তালেবান জঙ্গিদের অস্ত্র হাতে ঘুরতে দেখে মনে হয়, আবার আমাকে গুলি করবে তালেবান। দেশটির বেসামরিক মানুষের প্রতি বিশ্বব্যাপী মনোযোগ দেওয়ার ওপর জোর দেন তিনি।
২০১২ সালে পাকিস্তানে নারী শিক্ষার প্রচারণার সময় মালালার মাথা লক্ষ্য করে গুলি চালায় তালেবান। মালালা তার পোস্টে বলেন, ২০১২ সালের অক্টোবরে পাকিস্তানি তালেবানের এক সদস্য আমার স্কুলবাসে উঠে এবং আমার বুকের বাঁ সাইডে গুলি করে। তবে গুলিটা আমার বাঁ চোখ, মাথার খুলি ও মস্তিস্কের নার্ভকে আঘাত করে। এর ফলে আমার কানের পর্দা ছিঁড়ে গেছে এবং চোয়ালের অনেকটা জায়গা গর্ত হয়ে গেছে। যদিও যেদিন তাকে গুলি করা হয়েছিল, সেদিনের কোনো কথাই তার মনে নেই। তার পোস্টে তিনি শারীরিক ও মানসিক ভয়ের কথা উল্লেখ করেছেন, যা আজও তাকে বয়ে বেড়াতে হচ্ছে।
তিনি বলেন, চিকিৎসকরা আমার শরীর থেকে গুলি বের করে দিলেও এখনও আমি তার দাগ বয়ে বেড়াচ্ছি। কিছুদিন আগে মালালা তার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে জানতে চেয়েছিলেন সেদিনের ঘটনা সম্পর্কে। বাসে তার পাশের সিটেই বসেছিলেন বন্ধুটি। সেদিনের কোনো কথাই মনে নেই মালালার। তাই আফগানিস্তানে তালেবানের আজকের উত্থান দেখে সেখানকার নারীদের নিয়ে আতঙ্কিত মালালা। অপফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন মালালা।
সূত্র: সমকাল।
তারিখ: আগষ্ট ২৫, ২০২১
রেটিং করুনঃ ,