গল্প থেকে গল্প
একটি রহস্য এর বাইরে আর কি বলা যায় ! ক্রমাগত পেখম শ্রবণের অন্তরে প্রবল ভাবে অধিপত্য বিস্তার করেই চলেছে, শ্রাবণ এর কারণ খুজে পায় নি, তবে কারণ খুজার চেষ্টাটি এর বড় একটি কারণ হতে পারে অন্তরে আরও প্রবল ভাবে অধিপত্য বিস্তার।
হঠাত শ্রাবণ পেখমের সামনা সামনি এসে পড়ল অফিস ফ্লোরে চলতে এমনটি হওয়া খুব স্বাভাবিক, কিন্তু বিষয়টি যাতে অস্বাভাবিক পর্যায়ে না পড়ে তাই শ্রবণের দায়িত্ব সৌজন্য বোধ কথা বলা কাজের চাপ বেশ বেশি মনে হয় বেশ ব্যাস্ত দেখায়” কথাটির মধ্যে শ্রাবণ বুঝিয়ে দিল যে পেখমের প্রতি তার নজর প্রখর।
শ্রবণের নজরদারি যে ভুল তার একটি নিরব ব্যাখ্যা দিয়ে গিয়ে খুব সৌজন্যতা বজায় রেখে পেখম বলল ” না কি এমন ব্যস্তাতা অফিসের কাজের মাঝে ডুবে থাকা, পরে কথা হবে এইস আর ডিপার্টমেন্টে যাচ্ছি কাজ আছে”
শ্রবণ এবার একটি অনিশ্চিত ভাবনার মধ্যে পড়ল পেখম কি রিজাইন করতে চাচ্ছে কি ! শ্রবণের জানা আছে পেখমের উপরের বস তাকে অকারণে অপমান করেছিল। যদি রিজাইন করে তা হলে যে পেখমকে ছল করে দেখার এক অতিরিক্ত মাথায় রাখা চাপ কাজ করত তার কি হবে ! তাকে যে এক বিন্দু চোখে দেখার বিনিময়ে যে স্বস্থি মিলতো তাকি অন্তর জ্বালা, দেখা না পাওয়ার দহন আরও কি বাড়িয়ে দিবে ! আর বাড়িয়ে দিলে তা দমনই বা করবে কি ভাবে !
*********
যে করেছে আমাকে নিদ্রাহারা
নিঃশব্দে তার মিলে সাড়া।
জাগিয়ে রাখে রাতের পর রাত
জানি না কোন অভিশাপের বাজিমাত।
তবুও তাকে বক্ষে ধারণ
নানান রঙের বাসনার কারণ
কোন আশায় আমাকে জাগিয়ে রাখা
কোন ভুল আমার স্বপনে মাখা।
সবই কি অকারণ
শুধু কষ্টই তার কারণ !
তারিখ: মার্চ ২৪, ২০১৮
অসমাপ্ত।
রেটিং করুনঃ ,