নীতি-সহায়তা দিয়ে ব্যাংক খাতের খেলাপি ঋণ গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। এতে লাফিয়ে বাড়ছে মন্দ ঋণ। আগের সব রেকর্ড ভেঙে চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রায় ৬৬ হাজার কোটি টাকা বেড়ে প্রথমবারের মতো ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। মোট ঋণের যা ১২ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর আগের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। গভর্নরের দায়িত্বে এসেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। এর আগে বিভিন্ন সময় তিনি খেলাপি ঋণের তথ্য গোপন করা নিয়ে সমালোচনা করেন। অবশ্য সরকার পতনের আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে খেলাপি ঋণের আসল চিত্র দেখানোর চাপ ছিল। যে কারণে গত মার্চ প্রান্তিক থেকে খেলাপি ঋণ বাড়ছে। আওয়ামী লীগের সময়ে বিশেষ সুবিধা নিয়ে ফুলেফেঁপে ওঠা ব্যবসায়ীদের অনেকেই এরই মধ্যে পালিয়েছেন। এতে খেলাপি ঋণ আগামীতে আরও বাড়তে পারে বলে ব্যাংকাররা জানিয়েছেন।
সূত্র:সমকাল।
তারিখ: সেপ্টম্বর ০৪, ২০২৪
রেটিং করুনঃ ,