খুব কি বেমানান মনে হয়েছে তোমার
কত কিছু তো বেমানান এ পৃথিবীর পরে
কুৎসিত, ভারসাম্যহীন সন্তান ধারণ করে নি কি কোন মা!
যুক্তির হিসাব মেলে না ভালোলাগায়,
ভালোবাসায়।
এ এক অচমকা, দমকা হাওয়া
হঠাৎ এই দুমড়ে মুছড়ে দেয় হৃদয়ের মাঠ
অনেক ক্ষণ তান্ডপ চলে তারপরে খুব ধীরে ধীরে তা থামে।
তাই তো আমার অপেক্ষা
একদিন যদি সব হিসাব নিকাশ বন্দ রেখে
একটা দমকা বাতাসে ভর করে তোমার হৃদয়ের মধ্য খানে
দুমড়ে মুছড়ে দিয়ে
যদি মানান সই হতে পারি ! তোমার কল্পনায় বাস্তবতায়!
হিসাব করে ঘর হয়, সংসার হয়।
দুই পক্ষ্য হিসাব তুলে দাঁড়ি পাল্লায়, নদগে আর স্বর্ণের ভরিতে।
বেহিসাবী থেকে অনিশ্চতায় থেকে-
পারও যদি তোমারও খেয়ালিপনার ভাবনায়
আমাকে নিয়ে ভাসতে।
ভালোবাসার ছোঁয়ায়
শুদ্ধ মনে
একটি শুধু ফুল দিয়ে যেতে!
তারিখ: নভেম্বর ২৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,