খুব শখ, দিনের আলো মত
রাত হলে আঁধারের মত মিশে যাব তোমার সাথে।
ফুলের সৌন্দর্যের সাথে, ফুলের সুগন্ধির সাথে
একাকার হয়ে মিশে থাকবো
মৌমাছি, কিট পতঙ্গ যেমন।
প্রথম দেখার ক্ষণের অনুকম্পনে-
প্রথম হাতের পরশের ছোঁয়ায় নিয়ে সারা সময়।
চোখের আড়াল যদি যাই তবে একসাথে।
শেষ নিঃশ্বাস, শেষ যাত্রাও একসাথে!
একটুখানি দেখা, ছোট্ট একটুখানি ছোঁয়া
একটু খানি মিশে থাকা
তা যে, কবে সাত সমুদ্র হয়েছে!
বুঝতে থেকেছে বাকি সব, জটিল অংকের মত।
আর কি হবে সমুদ্র ছেড়ে ডাঙ্গায় উঠে আসা!
দিনের আলো থেকে সূর্যকে ডুবানো,
রাতের ঘনো নিবিড় আঁধারে সূর্যকে ডেকে আনা!
হবে না। বেশ হবে না।
মুখোমুখি বসে
কাছাকিছি থেকে
কিছু গুনগুন সুখে
চোখে মুখে
সেই অনুভূতির কম্পনে
খুব নিবিড়ে থাকতে চেয়েছি শুধু।।
তারিখ: নভেম্বর ১২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,