১. সফল মানুষের কাছাকাছি থেকে, অনেক কিছু চেষ্টা করার পরেও অনেক কিছু না পেয়েও জীবনে কেন যেন বড় ব্যর্থতা আসলো না ! সেই এক তেলেপোকার জীবন !
বড় একটা ব্যর্থতা বা ট্রাজিডির মোকাবেলা করতে পারলে হয় তো জীবনে সাফল্য আসতো বড় ধরণের। তাই ব্যর্থ মানুষের সন্ধানে আছি এখন, সফল মানুষের কাছাকাছি থেকে কোন লাভ নেই তাদের গলা উঁচু করে কোন কথা বলা যায় না, বরং ধমক দিয়ে সব কথাই থামিয়ে দেয়, আবার তাদের ধামাধরা হয়ে থাকতে হয়। সফল মানুষকে কোন কিছু শেখানো যায় না, শুধু ক্রিতদাসের সারা জীবন শুধু তাদের কথাই শুনতে হয়।
ব্যর্থ মানুষের সাথে থাকলে কথায় কথায় তাকে অনেক উপদেশ দেওয়া যায়, তাদের উপর পরীক্ষা মূলক কোন তত্বের প্রয়োগ ঘটিয়ে ভাল মন্দ ফলাফলটা বের করে আনা যায় আর সেখান থেকে কিছু কিছু নিজে পালন করলে জীবনে সাফল্য আসতেও পারে।
তারিখ: অক্টোবর ০৩, ২০১৮ এফ বি
২. শুদ্ধ অন্তরের প্রকাশটাই বড় কথা আর সেটি থাকে নিজের ভীতরে সঠিক ব্যবহারে অন্তর থেকে বের করে আনা যায় আরও জ্ঞান, সু-স্বাস্থ্য, মানবিক গুণাবলির বিকাশ।
নিজের মধ্যে আছে নানান মূল্যবান সম্পদ যেমন সততা, শুদ্ধ চরিত্র, বিশ্বাস সেই সাথে ভালোবাসা তবে এই সবের বেশি ভাগই থাকে ঘুমিয়ে, অবচেনত মনকে চেতনা দিয়ে নিজেকে আরও অনেক ভাবে সমৃদ্ধ করা যায় কিন্তু নানান কারণে তা আমাদের পক্ষ্যে সম্ভব হয় না, সঠিক ভাবে নিজেকে জাগিয়ে তুলতে।
তারিখ: অক্টোবর ০২, ২০১৮ এফ বি মন্তব্য (সা)
রেটিং করুনঃ ,