ক্ষুদে দার্শণিক ভাবনা
কতটুকু দেখা হয়েছে এ বিপুল সম্ভারের পৃথিবী !
দেখার তুলনায় অদেখা কতটুকু !
তা হবে হয় তো কয়েক শত কোটির এক ভাগ মাত্র !
নিজেকে তুচ্ছ জেনেও কেন যেন জ্ঞানের ভাব আসে
নানান চিন্তা চেতনা, কল্পনা মনের আকাশে ভাসে
সেখান থেকে ক্ষাণিক যায় উড়ে
কিছু পড়ে থাকে অলস ঘুমের ঘোরে
আর ক্ষাণিকটা যাই লিখে।
যতটুকুই বা লিখি তার পাঠক মেলা ভার –
কী লিখে গেলাম আর কী ছিল শেখার !
হিসার মেলাতে না পেরে
শুধু বলতে শিখেছি
কিছুই হয় নি দেখা, কিছুই হয় নি জানা – এ কথা বলে নিজেই যেন বড় দার্শনিক !
যা দেখেছি, যা শিখেছি তারই বা কি অংশ লিখতে পেরেছি !
তবুও লিখতে পেরেছি একটি বট বৃক্ষ্যের কথা,
পূর্ণিমা রাতের কথা ! সুখ-দুঃখের কথা।
এমনি করে লিখে লিখে যতটা দিন কাটে –
হয়তো হবে দেখা এ ভাবেই বিপুল সম্ভারের পৃথিবীর কয়েকটি ধূলিকণা!
রেটিং করুনঃ ,