কারও কাছে কি জীবন খুব দীর্ঘ হয় !
কারও কাছে হয় বলে অসহিঞ্চু হয়ে নিজেকে হনন করে অনেকে!
মনের নদীতে নৌকা করে যখন খুব সরল রেখায়
কোন বাঁধা না পেয়ে তোমার হৃদয় রাজ্যে পৌঁছানোর পথে-।
যেমন করে চা বাগানে বৃক্ষরা ছায়া দেয়,
শেওলা ভেসে চলে ধীর স্রোতের নদীতে
ঝাঁক বেঁধে পায়রার উড়ে চলা, বনের ভিতর স্বাধীন ভাবে সাপের চলাচল।
প্রিয় বাগানে যেমন ফুল ফোটে আপন মনে।
ঠিক তখন থেকে রঙিন হতে থাকে মন
বিচিত্র বর্ণে রঙিন।
খুব ক্ষণ কালের মনে হয় এই জীবনকে
সময় ছুটে চলেছে যেন আলোক গতিতে
যেন এক নিমিষেই পৌঁছিয়ে দিবে
শেষ নিঃশ্বাস নেওয়ার ক্ষণটিতে।।
যে তোমাকে দেখায় আমি তাপ-দাহের তপ্ত থেকে
নিমিষে শান্ত শীতল হয়ে যাই।
রুক্ষতা থেকে কোমলতায় মিশে যাই
যে দেখায় সমুদ্র পাড়ে ফুরফুরে বাতাসে মিলিয়ে যাওয়া,
ঝর্ণা ধারার স্রোতে হারিয়ে যাওয়া!
তোমাকে দেখে তোমার মুখ আর পূর্ণিমা চাঁদের মাঝে পার্থক্য খুঁজে পাই না।
রূপকথার পরীর সাথে তোমার পার্থক্য খুঁজে পাই না।
কোনটি ইরানী গোলাপ আর কোনটি তুমি তা বুঝতে পারি না !
বহু শতাব্দীতে তোমাকে দেখে দেখে যখন চোখ মন জুড়াবে না
তখন সব ছেড়ে কি চির তরে চলে যেতে হবে !
কত ক্ষুদ্র ক্ষণের তরে এ পৃথিবীতে আসা !
যতটুকুই হোক জীবনের বিচারে এ জীবন সংক্ষিপ্ত বা দীর্ঘ
তুমি প্রিয় বলে এ জীবন খুব ক্ষুদ্র ক্ষণের তরে
ক্ষুদ্র ক্ষণের তরে আসা
ক্ষুদ্র ক্ষণের তরে দেখা,
ভালেবাসায় যত তীব্রবোধ
জীবন ক্ষণও তত ক্ষুদ্র।
তারিখ: জুলাই ১৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,