তোমার একটু প্রস্থান, ক্ষণিক ক্ষণের জন্য একটু দূরে যাওয়া
আমার মৃত্যু ঘটাতে চায়
বিচ্ছেদের সুক্ষ্য তরবারি আমার হৃদয়কে করে খন্ডিত।
কি এমন প্রয়োজন একটু দূরে যাওয়ার !
ক’টা না দেখার দিন কেন এতো দীর্ঘতর নক্ষত্র যুগ রচে যায় প্রতি সেকেন্ড।
কেন তুমি ক’টা দিন দূরে চলে যাও !
সমাজ রীতি ভাঙ্গা খুব কি কঠিন ! তবে এভারেষ্ট মানুষ কেমন করে করল জয় !
চাঁদের দেশে পা রাখা ! মাসের পর মাস কাটিয়ে উটের পিঠে চেপে পবিত্র কাবা শরীফ ছোঁয়া !
একটি সংক্ষিপ্ত সময়কালকে ধাক্কা দিয়ে তুমি নিয়মত সামনে বা পাশে থাকবে জানি, তবুও
ক্ষণিক দূরে থাকাটা তোমার, কেন আমার মৃত্যু ঘটাতে চায় !
একের পর এক নিশ্বাসগুলি দেহে প্রবেশে দ্বিধা-গ্রস্থ হয় প্রতিটি ক্ষণ দেখার বাসনায়।
জ্যোৎস্না রাত এত লোভনীয় কেন ! দীঘি পাড়ে কেন বসে থাকার মন
পর্যটকরা কে ছুটে চলে তাজ-মহলে, নায়াগ্রা ফলে, চীনের প্রাচীরে
ঘরের খোলা জানালায় ক্ষণিক সময় কেন কাটিয়ে দেওয়া
প্রিয় মানুষ কেন কথা রাখে না, ভেঙে ফেলে পণ !
খুব সাবলিল এক দীর্ঘ স্বাসের প্রস্থান ! এ সবের কারণ জানা নেই,
জানা নেই ক্ষণিক দূরে থাকাটা তোমার কেন আমার মৃত্যু ঘটাতে চায় !
তারিখঃ জুন ২১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,