অনেক কিছুতেই অসম্পূর্ণতা থাকে, কোন কিছু পূরণ হওয়ার কথা নয়, তারপরও আমাদের থেমে থাকা হয় না, আবার কেউ আমরা থেমে যেতে চাই। লক্ষ্য করলে দেখা যায় ভালো ও মহৎ কাজের বেলায় থামার প্রবণতাটা বেশি, মন্দ কাজের বেলায় যেন অবিরাম ছুটে চলা।
ক্রমশঃ কি ভালো কাজ গুলি থেমে যায় তাহলে ! মন্দের চলাচল কি প্রবল বেগে !
তাই যদি হয় তবে মন্দকে মোকাবেলা করার পর্যাপ্ত অস্ত্র হাতে কি দিয়ে গিয়েছিলেন আমাদের পূর্ব পুরুষরা ! যদি তা না হয় তবে পরের প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি ! যা দিয়ে তারা মন্দকে বিতারিত করে ভালোর ভিত্তি প্রস্তর তৈরী করে যাবে তাদেরও পরের প্রজন্মের জন্য।
আমাদের কি ভাবে নিশ্চিত থাকা হবে যে প্পরের রজন্মের জন্য একটি ভালো, সুখময়, শান্তিময় বিশ্ব রেখে যাচ্ছি আমরা !!
ছবিঃ যমুনার চর। বহু প্রাচীন কালের যে যমুনা নদী একদিন হয় তো পরের প্রজন্ম দেখে যাবে শুধু ধূ ধূ মাঠ আর অট্টলিকা, শিল্প-কারখানা, শহর অথচ যেখানে ছিল উত্তাল ঢেউ।
তারিখ জানুয়ারী ১৮, ২০১৮
রেটিং করুনঃ ,