মানুষের মাঝে অনেক পাওয়া আসে, প্রায়ই
কখনও কম বা বেশি – পার্থক্য শুধু এইটুকুই
পাওয়াগুলি কষ্টের সুখের দুঃখের আনন্দের
পরিতৃপ্তির মাঝে সীমাবন্ধ।
দেখা হওয়া, কথা হওয়া, শুভেচ্ছা বিনিময় বন্ধন, এইসবও।
যা পাওয়া তা ধারণ করে রাখা বেশ কঠিন এবং সহজও
কষ্ট দুঃখ, যাতনা খুব সহজে জীবনের মধ্যে ধারণ হয়ে থাকে
আঁকড়ে থাকে, গাছে যেমন লতা। তাল গাছে বাবুই পাখির বাসা।
সুখ আনন্দ পরিতৃপ্তি উচ্ছ্বাস ধরে রাখা খুব কঠিনও অনেকের বেলায়ও-
কর্পূরের মত ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে শুণ্য হয়ে যায়।
সুখ আনন্দ পরিতৃপ্তি উচ্ছ্বাসের মাঝে তোমাকে মানায় বেশ
শ্রেষ্ঠ সব উপমাদের রাণী হয়ে উজ্বল আভায়, পবিত্র পানির ধারায়।
জীবনের মাঝে তুমি আঁকড়ে থাকো, গাছে যেমন লতা।
তাল গাছে বাবুই পাখির বাসা হয়ে,
ঝড় বাদলের তান্ডবকে লীন করে মহা-রাণীর দাপটে।
তার বদলে যদি
ঘিরে থাকে আমাকে নিয়ে যত কষ্ট দুঃখ, যাতনা তীব্র যন্ত্রনারা।
পেয়ে তোমাকে হারাবার মত আজও আমার সাহস হয় নি
দিও না সেই সাহসটুকু তোমাকে হারাবার
শিখাইও না কোন সাহস যাতে তোমাকে হারাতে হয়।
তুমি কোমল বৃক্ষ হও আমি হই লতা
তুমি হও তাল গাছ, আমি হই বাবুই পাখির বাসা
যদি কষ্ট দুঃখ, যাতনা তীব্র যন্ত্রনায় মিশে থাকা, তবুও।।
তারিখঃ জুন ১৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,