তুমি কার মত করে নিজেকে সাজিয়ে রাখো
কোন শিল্পীর তুলিতে তুমি নিজেকে আঁকো
কোন ঐশ্বর্যে কোন রত্ন সম্ভারে তুমি ভরা
কেন তোমাকে দেখি নিত্য বিশ্ময়ে পাগল করা!
কেমন করে বানাও তুমি হৃদয় বন্ধনের সাঁকো !
সেই বন্ধনে যখন বাঁধা পড়ি কেন তুমি হঠাৎ অচমকা
চূর্ণ বিচূর্ণ করো সকল আশায় যেন ঘর্ণিঝড়ের দমকা।
আলোকিত বেশে সমুখে এসে কেন মুখখানি ঢাকো !
তোমার ঐশ্বর্য সম্ভারে কেবলি যে আমি ক্ষুদ্র অতি
কেবলি ভাসাও কেবলি জাগাও আমার জীবন গতি।
কোন রহস্যে তুমি রহস্যবতী আমাকে নিয়ে কোন রহস্য মাখো !
তারিখঃ জুন ০৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,