কোথায় আমি হারিয়ে যাই কেবলি বারবার !
কে বা জানে কোথায় আমার হারিয়ে যাওয়ার!
একটি ভুবন শুধু পাই যা কেবলি তোমার মাঝে
আপন ইচ্ছায়, সুখমাখা কল্পনায় নিজ সজ্জা সাজে।।
তোমার মাঝে সাগর দেখি কখনও নদী, শান্ত দিঘীর ঢেউ
কেবলি তোমাকে দেখি যেন বিরাণ ভূমিতে নেই অন্য কেউ।
ঢেউ খেলানো অরণ্য চুলের খেলায়, নান্দনিক হাঁটার তালে
মুগ্ধতায় অনাবিল সুখের ধারায় সেই মিষ্টি হাসির অন্তরালে।
অনন্তকাল হারিয়ে থাকবো আমার হারিয়ে যাওয়ার জায়গাটিতে
যতদিন পৃথিবীর ‘পরে বাসনাটুকু আমার দৃঢ় প্রতিজ্ঞা, প্রত্যয় নিয়ে।।
তারিখঃ মার্চ ১৯, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,