মনের মধ্যে মন গেঁথে গেলে সে এক বিশ্ময়ময় বৈচিত্রতা
যা দেখেছি অনেকবার,
তবে তোমার বেলায় সে ছিল ভিন্ন এক অন্য রূপে
আনন্দ বেদনার মিশ্রণে এক বহু রূপের মাধুরী
মনেকে রাঙিয়েছে বহু ধারায়,
কাঁদিয়েছেও আনন্দ অশ্রু ধারায়।
শিশু আদর রত্ন মাখা অনুভূতি দোলায়
জীবনকে পাড় করিয়েছিল নিমিষে কল্পনার সাত সমুদ্র
সেখানে বাস করে সরল অঙ্কের সব বাসনা, সুখানুভূতি মালা,
রঙিন জরিতে নক্সা করা মুক্তা দানায় খচিত পান্না পাথরে
অপূর্বের ভীতরে যে রূপ থাকে প্রতিক্ষণে বিমুগ্ধ নয়ন
যা বর্ণনা করতে চেয়েছি শব্দের লাইনে লাইনে লাইনে
আসে নি তেমন পরিপূর্ণতায় শব্দ মালায় খচিত কোন লাইন,
তবুও অনুভূতি তোমাকে এঁকেছে কল্পনা দিয়ে জীবনের
বাকি সময় দিয়ে।।
কারো হয় নি দেখা সেই তোমাকে যা সত্যের আলোতে
অপরূপে চিরন্তন একক অধিকারে বহু রূপের মাধুরীতে।
সর্ব অমূল্য সম্পদে যা রক্ষিত আমার হৃদয়ে
জীবনের বাকি কাল।
কোথাও হবে না যাওয়া তোমার যখন হৃদয় ধারণ
আমার অন্তরে রূপের সৌন্দর্য বৈচিত্রতায়।
তারিখঃ অক্টোবর ২৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,