কোটা সংস্কারকে ঘিরে সারা দেশে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় গত পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় প্রায় তিন হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরো অনেককে গ্রেপ্তার করা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ আজ বুধবার বলেছেন, ডিবি এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১৫০ নেতাকে গ্রেপ্তার করেছে।
কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
বিএনপি-জামায়াতের যেসব নেতা গ্রেপ্তার
এর মধ্যে বিএনপির দাবি, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার হওয়া জামায়াত-বিএনপির উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ও ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
এ ছাড়া আরো গ্রেপ্তার হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, ঢাকা উত্তর বিএনপির সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির নির্বাহী পরিষদের সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপির কোষাধ্যক্ষ রাশেদু্জ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সামিউল হক ফারুকী, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। এর বাইরে ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরও গ্রেপ্তার হয়েছেন।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনের নামে যারা রাজধানীতে সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ এক হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার করেছে।
সূত্র: কালের কন্ঠ
তারিখ: জুলাই ২৪,২০২৪
রেটিং করুনঃ ,