এখন সৈন্য সামন্তের দূর্গ বা কেল্লা জয় বা বিজয় হয় না। জয় বা বিজয় হয় নানান কৌশল, অনেক দূর থেকে বিভিন্ন দেশের সরকারের পতন ঘটানো হয়। স্বাক্ষর করাতে বাধ্য করা হয়।
মুঘোলদের আমলে সম্রাট আকবর ১৫৭১ এ সিক্রিগড় বিজয় করার পর ১৫৭১ থেকে ১৫৮৫ সাল পর্যন্ত সম্রাট জালাল মোহাম্মদ আকবর রাজকর্মের জন্য তাঁর রাজধানী আগ্রা থেকে সিক্রিগড় নিয়ে আসেন। মূলত আত্মাধিক মহাপুরুষ, সাধক শেখ সেলিম চিশতিকে যতার্থ সন্মান প্রদর্শনের জন্য। সিক্রিগড় নাম থেকে ফতেহপুর সিক্রি এর পরে ফতেহ বাদ।
ফতেহ আরব এলাকার পার্শী শব্দ। অর্থ বিজয়। কোন দূর্গ বা কেল্লা বিজয় হলে বলা হত কেল্লা ফতেহ।
আজও কোন কিছুর জয় বা বিজয় হলে আমরা বলি কেল্লা ফতেহ্ । কোন কিছু জয় বা বিজয় হয়েছে।
তারিখ: আগষ্ট ১৪, ২০১৪
রেটিং করুনঃ ,