ক্লান্তিরা চলে যায় যখন কাছে তুমি খুব নিবিড়ে
সব আশার বাসনার আবাস গড়ে সুখের শীবিরে,
উদ্বাম আসে মনে, আসে সঠিক দেখার আলো চোখে
সেই চোখ দিয়ে তোমাকেই দেখা মন্দ ও ভালোকে।
যতক্ষণ তুমি খুব নিবিড়ে সুখের শীবিরে সেখানেই ঘর
আলোকিত স্বপ্নরা খেলা করে নক্সা আঁকে বাসনার বর।
কাছে থাকো চিরদিন সুখ আনন্দরা করে যাক খেলা
যুগল হয়ে ফড়িং নাচে কম্পিত ছন্দ তালে সারাবেলা।
খুব ক্ষুদ্র চাওয়া যা সর্বচ্চো মূল্যমানে কেবলি তুমি শুধু তুমি!
যেমন করে শুদ্ধ আত্মায় প্রেম রচেছিল হাফিজ কিম্বা রুমী।।
তারিখঃ অক্টোবর ২৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,