কেটে গেল একটি বছর।
মনে হল জীবনের অনেকগুলি বছর ঘুমিয়ে থেকে হঠাৎ কেমন করে যেন একটি ভুবনে নিজেই দরজা খুলে সেখানে প্রবেশ করেছি আর দেখেছি এক আলোকিত ভুবন। চৈত্র মাসের কোন এক তারিখে প্রথম আলো ব্লগে আমার অবস্থান একটি বছর পূর্ণ হবে। সেই সাথে ব্লগের হিসাবে পোষ্টের সংখ্যা হবে ২০০ তম, আর এই এক বছরে পোষ্ট মুছেও গিয়েছে প্রায় ৮২টি।
শিশুকাল, শৈশব কাল, কৈশোর কাল; স্কুল জীবন, কলেজ জীবন……….. ইত্যাদি ইত্যাদি কাল বা জীবন খুব সল্প সময়ের হলেও, একটি দিবাবাসনের মত মনে হলেও কখনও কখনও প্রিয় এই ব্লগে এক বছর কাল বা ৩৬৫টি দিন অতিবাহিত করাটা তুলনামূলক ভাবে বেশ দীর্ঘ মনে হয়েছ, বেশ লম্বা পথ।
সে যেন পথ হারিয়ে যাওয়া এক গভীর অরণ্যে কাউকে চেনা নেই, জানা নেই কিন্তু মনে হয়ছে এ এক আলোকিত অরন্য, আলোকিত ভুবন, সকলই খুব চেনা আর আপন জন। যে খানে নিজের যদি কিছু প্রতিভা থাকে তা প্রকাশের একটি শ্রেষ্ট জায়গা। সব কিছুকেই জ্যমিতিক ছকে বেঁধে একটি ফলাফল বের করে আনা চলে না গত প্রায় ৩৬৫ দিন ধরে প্রায় প্রতি সপ্তাহে প্রিয় ব্লগে কিছু না কিছু লেখার চেষ্টা করেছি আর লেখাগুলিকে অ-লেখা বলেছি বার বার, পরিকল্পনায় একটি ছক বেঁধেছি যে ৫০০ তম লেখা সমাপ্ত করার পরে ভাবনার হিসাবে হয়তো বলা যাবে পোষ্টগুলি ! লেখা জাতীয় কি না !! নাকি থেকে যাবে অ-লেখার তালিকায় !!
অনেকের সাথে পরিচিত হতে সময় লাগে নি আবার বেশ সময়ও লেগেছে, অনেকেই আসছেন এখনও নুতন, নবীন তবুও সে অনেক, সকলে অনেক আপন জন এ আলোকিত ভুবনে। ভুল হবে না – এ কথাটা অনন্ত আমার বেলায়- নিজ পরিবারের চেয়ে, বেশি সময় দেওয়া হয়েছে এই আলোকিত মানুষের সমাবেশে, এই আলোকিত ব্লগে। তাই ৩৬৫টি দিনকে তুলনামূলক ভাবে বেশ দীর্ঘ মনে হয়েছে।
প্রতি দিনের লেখার অভ্যাসটি গত প্রায় ৩৬৫ দিনের মধ্যে একটি শংঙ্কা নিয়ে মনের মধ্যে বেশ প্রভাব জুড়ে থেকেছে, বার বার মনে হয়েছে আজ যদি লিখতে না পারি তবে আগামীকাল হয়তো লিখতে পারব না, সত্যই হয়তো লিখতে পারব না – এই শংঙ্কা জেগে আছে মনে ও মননে।
সন্মানিত পাঠক গন প্রায় প্রতি নিয়ত লেখার জন্য পথ দেখিয়ে দিয়েছেন, সাহস দিয়েছেন, তাই লেখা, নিয়মিত লেখা। আমাদের জমিদারী নেই তবে পাঠকদের ভীড়ে নিজেকে মনে হয়েছে একজন যেন জমিদার। কখনও কোন পোষ্ট লিখে বেশ মন্দ লেখা মনে হয়েছে, বাতিল করতে চেয়েছি বার বার, নিজের লেখার মান কমে যাবে ভেবেও পোষ্টে দিয়েছি আবার দেখেছি সেই পোষ্টে পাঠক দিয়েছেন নূতন ধারণা, জানিয়ছেন লেখা যেন চলতে থাকে,।
এই ব্লগে বেশ কষ্টের বিষয় মনে হয়েছে অনেক সন্মানিত ব্লগার আর সত্যি ফিরে আসেন নি। চলে যাওয়া, হারিয়ে যাওয়া সন্মানিত ব্লগারদের সাথে একটি বন্ধন, একটি সম্পর্ক রচনা হয়েছিল কিন্তু তাঁদের হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের সকল ব্যাখ্যার ইতি ঘটেছে। চলে যাওয়া, হারিয়ে যাওয়া সন্মানিত ব্লগারগন আবার ফিরে আসবেন এই ব্লগেএটাই আমার বা আমাদের প্রত্যাশা।
এই ব্লগ একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে, অনেকের মত আমার নিজেরও একটি ডিজিটাল আর্কাইভ তৈরি হয়েছে বলা যায়।
একজন সচেতন মানুষ হিসাবে অন্তত কিছুটা পরিপূর্ণ হতে হলে সমাজের প্রতি দেশের প্রতি কিছুটা দায়িত্ব থেকে যায়। নানান ব্যস্ততার মাঝেই সময় বের করে নিয়ে আমাদের লেখা উচিত আর এ যাত্রায় নিজেও একজন অংশীদার হতে চাই, নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে চাই সেই সাথে লেখার ধারাবাহিকতটাও বজায় রাখতে চাই। হয়তো একদিন দেখা যাবে বিন্দু বিন্দু করে সিন্ধু হয়ে গেছে। পরের প্রজন্ম লেখাগুলি পড়তে পারবে, জানতে পারবে আমরা ব্লগের এক নূতন মাধ্যম ধরে কী ভাবে যাত্রা শুরু করেছিলাম, কেমন ছিল আমাদের সময় কাল, আমাদের চিন্তা চেতনা। অথবা, একসময় অবসরে নিজের পুরানো লেখাগুলি পড়তে পড়তে নিজেরই অনেক ভালো লাগবে। জানা যাবে কেমন ছিল লেখার হাত!
লেখনী শক্তি পৃথিবীতে আজও সবচেয়ে বড় শক্তি আর নিজে যেন বা সকলে যেন হতে পারি সবচেয়ে বড় সেই শক্তির অংশীদার।
তারিখ: মার্চ ৩১, ১৩
রেটিং করুনঃ ,