অপেক্ষা কাটিয়ে এক পলক দেখে যখন লক্ষ্ কোটি বিন্দুতে যখন দেখা হলো
নেমে এলো ভোরের নরম আলো, ফুটলো সব ফুলগুলি, থামল না আর ঝর্ণাধার
ঢেউ তুলল নদী, পাখিরা উড়ল আনন্দে ডানা মেলে মেলে
গাছের পাতায় বসন্তের দোল খাওয়ার ছোঁয়া।
প্রিয় একটি দিন দিলে আমাকে যার অপেক্ষায় কেটেছে আমার ভয়াবহ দিন, আঁধার দিন
নিমিষে সব আলোকিত হলো, কি যাদুর পরশ তোমার হাতে-
থাক সে সব কথা, পুরাতন একটি কথা মনে পড়ে গেল আজ
একদিন জানতে চেয়েছিলে লিখছি কিনা ইদানিং !
ব্যস্ততায় মিথ্যা বলেছিলাম যদিও কিছুটা সত্য তো বটে, লিখতাম কম।
আজ যে লিখছি অবিরত কবিতায় লাইনে লাইনে তুমি
তুমি কবিতা হয়েছো বেশ তোমাকে আজ দেখতে পেয়েছি বলে
দাঁড়িয়ে থেকেছি পাশে, কুশল বিনিময়, ছুটির ছবিগুলি দেখছিলে মন দিয়ে
আঙ্গুলে আঙ্গুলে ছোঁয়া বারবার, যখন হাতে আমার ছুটির ছবিগুলি
নানান প্রশ্ন তোমার !
আজও একটি ঘুটঘুটে আঁধার দিন নামতে পারত, ছম ছম বিভিষিকাময় দিন, কাটত আতঙ্কে দিন।
দেখা দিয়ে কথা বলে আঙ্গুলে আঙ্গুলে ছোঁয়া দিয়ে আলোকিত আজকের দিন।
কি যাদুর পরশ তোমার হাতে ! আঁধার দিনকে আলোকিত করে
দূর করে দিলে যত আতঙ্ক দিন, ছম ছম বিভিষিকাময় দিন।
হাসি হাসি রাশি রাশি দিনে প্রাণবন্ত প্রাণ চারিদিক
এ সবই তোমার দান, আমার প্রাথর্নার সমান।।
তারিখ: আগষ্ট ২৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,