যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অবস্থান নেওয়া রুশ বহরটি ভাগ হয়ে এখন আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিয়েছে। এসব এলাকায় নিজেদের অবস্থান জোরদার করছে তারা। নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশের মধ্য দিয়ে এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।
গতকাল বৃহস্পতিবার সকালে জ্যেষ্ঠ এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, কিয়েভ অভিমুখে থাকা রুশ বহরটি ২৪ ঘণ্টায় ৩ মাইল (৫ কিলোমিটার) এগিয়েছে। এর মানে হলো কিয়েভের উত্তর-পশ্চিম দিক থেকে অগ্রসর হতে থাকা রুশ বহরটি শহরের প্রাণকেন্দ্র থেকে এখন মাত্র ৯ মাইল (১৫ কিলোমিটার) দূরে অবস্থান করছে।
সম্প্রতি মাক্সার টেকনোলজিস দাবি করে, কিয়েভের উত্তরে সেনা সমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে। এরপর চলতি মাসের শুরুর দিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুশ বহরটি কিয়েভ থেকে মাত্র ১৫ মাইল দূরত্বে অবস্থান করছে। পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি দাবি করেন, কিয়েভ অভিমুখে থাকা রুশ বহরটি পথেই থমকে রয়েছে।সবশেষ আন্তোনভ বিমানবন্দরের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ বহরটিকে দেখা গিয়েছিল।
তবে নতুন স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে মাক্সার টেকনোলজিস বলেছে, এ বহর এখন ভাগ হয়ে আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিচ্ছে। বহরটির কিছু অংশ লুবিয়াঙ্কার কাছে অবস্থান নিয়েছে এবং আশপাশে কামান প্রস্তুত রেখেছে।
জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের আরও বলেন, কিয়েভের উত্তর-পূর্ব দিক থেকে অগ্রসর হওয়া রুশ বহরটির অবস্থান শহর থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে। উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ এখন ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। ওই প্রতিরক্ষা কর্মকর্তার দাবি, ইউক্রেনে অভিযান শুরুর পর বিভিন্ন ধরনের ৭৭৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ মার্চ ১১, ২০২২
রেটিং করুনঃ ,