কত শত কোটি মন স্বর্ণে
কত কোটি খন্ড হীরকের বর্ণে
তোমাকে সাজালে, মিলবে গো তোমার মন খানি !
জানি গো জানি, তোমার আমার অন্তর খানি জানি।
ছোট্ট বাসনায়, ক্ষুদ্র আশায় একখানা ভালোবাসা ঘর
পৃথিবীর পরে সব চেয়ে সুখি যতদিন এ বিশ্বের ‘পর
সাত আসমান সমান চির আলোকিত আমাদের মন খানি
জানি গো জানি, তোমার আমার অন্তর খানি জানি।
নানান দ্বিধায়, নানান যাদু টানায় তুমি আমি অক্ষত
জেনেছি এই সত্যটুকু, যদি আসে শত-কোটি দুঃখ যত।।
সবই সত্য অক্ষয় এ আমাদের অন্তর বানী
জানি গো জানি, তোমার আমার অন্তর খানি জানি।
একদিন শেষের ক্ষণে এসে খুব ভালোবেসে
কিছু আর নাই চাইবার তাই বুঝিব অবশেষে।
এ বিশ্ব পারাপারে সকল উর্ধ্বে আমরাই রাজা রাণী।।
জানি গো জানি, তোমার অন্তর খানি জানি।
তারিখ: মার্চ ২৪, ২০১৫
রেটিং করুনঃ ,