হৃদয় বিকিয়ে জেনেছি ‘শুধু একজন’ আমার জন্য ছিল না গড়া
অচমকা সে সামনে এসেছিল, ধরিতে চেয়ে সে দেয় নি হৃদয়ে ধরা।
ক্ষণিক বাসনা জন্মেছিল মনে, এসেছিল অবুজ মনে আর বে-খেয়ালে
তার মাধুরতায়, তার সৌন্দর্য শোভায় মিশে আছি তারই অন্তরালে।
আমার ভাবনার মত করে এ জগতে আর কাউকে যে দেখিনি
সে আমার হৃদয়ে নদী, তাই প্রতি নিয়ত তাকে চড়া দামে কিনি
তার মাধুরতায়, তার সৌন্দর্য শোভায় তার প্রেমে বড় কাতর হয়ে
জানা নাই কত কালে আমি নিঃশেষ হয়ে যাব দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে।
এ ধরায় জানায়ে গেলাম যে মাধুরতায়, যে সৌন্দর্য সম্ভারে গড়া সে
যে শুদ্ধতায় কিছুটা মহা-প্রাণ হয়েছি আমি, তা শুধু তাকে ভালোবেসে।।
তারিখঃ আগষ্ট ০১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,