ভালো মানের এক কবি বা শিল্পী হওয়ার
বাসনা করি নি কখনও
বিপরীতে ভালো মানের কবি হয়ে যদি
তোমার জন্য একমাত্র কবি না হই!
আমি অন্তর মনে চয়েছি শুধু একজনের
একমাত্র কবি হতে।।
বড় সখ ছিল একজন শুধু পাঠিকার।
শব্দের গাঁথুনীর সাথে মিলিয়ে মিলিয়ে দেখবে
পাঠিকার বর্ণনা কি ভাবে শব্দের গাঁথুনীতে প্রিয় লাইন হয়ে
কবিতাগুলির জন্ম হয়েছে।
প্রতি লাইনে লাইনে ঢেউ খেলানো চুলের, চোখের
ঠোঁটের এইসবের বর্ণনা।
হৃদয়ের বর্ণনা, কোমলতার রাশি রাশি হাসির বর্ণনা
চাঞ্চলতা গম্ভীরতার বর্ণনা এইসব।
যে বর্ণনা দিয়ে কাব্য হয়ে উঠে খুব সহজে।
বড় সখ ছিল যে দিন তুমি আমাকে কবি বলবে
সেদিন থেকে আমি কবি হবো।
হাজার লক্ষ পাঠক ভক্তের “কবি কবি” উচ্চারণে
আমি কখনই কবি হবো না।
পৃথিবী জুড়ে কত কবি !
আলোকিত করেছে যুগে যুগে মানুষের মন ও মনন, এখনও।
আমি শুধু তোমার কবি হয়ে
আলোকিত হতে চেয়েছি শুধু তোমার কাছে।
তারিখঃ নভেম্বর ২৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,