বেশ কয়কটা জীবন থাকে এক জীবনে
শিশু জীবন, শিক্ষা জীবন, কর্ম, সংসার জীবন
এ সববের পাশে উঁকি দেয় আরও জীবন
হৃদয় মন্থন করে করে।
উন্নত ভাষা প্রয়োজন হয়
হৃদয় থেকে নিংড়িয়ে আনা
সেই বড় মাপের ভাষা জানা হয় নি আজও
অথচ মন টলটল করে পদ্ম পাতায় এক বিন্দু পানি হয়ে।
ছিটকে পড়ে যাবো বা ফুরিয়ে যাবো
বড় মাপের একটি নিবেদনের কাছে
তাই তো অবাক বিশ্ময়ে তাকিয়ে থাকা
স্বপ্ন আঁকা, ম্বপ্নের মাঝে ভেসে ভেসে থাকা।
একটি কাব্য লাইন লিখে দিলে কি একটি ফুল পাবো!
উন্নত কথার আড়ালে আমি একটি লাইন লিখে দিতে পারি
যা এ যাবত কালের অর্জন।
তাই একটি ফুল আশা করেছি
একটি কাব্য-কথা লাইনের বিনিময়ে।।
তারিখঃ নভেম্বর ২৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,