গত বছর মেঘের মা ছিল। এ বছর মা দিবসে মেঘের মা নেই। এভাবে অনেকেরই মা ছিল। আজ মা নেই। মা একটি নিরাপদ আশ্রয়। নিরাপদ জায়গা। বিশেষ করে শিশুদের। হাজার পৃষ্ঠার লেখা লিখে মায়ের গুরুত্ব মাপা যাবে না। যায় নি।
ব্যথা পরিমাপের যন্ত্র আছে। মায়ের গুরুত্ব মাপার কোন যন্ত্র নেই। সন্তানের প্রতি মায়ের উৎকন্ঠা, অনুভূতি, মমতা মাপার কোন যন্ত্র নেই। শিশুর মুখে না ফুটা কথা, শিশুর ভাষা বুঝার কোন যন্ত্র আজো আবিষ্কার হয় নি। মা শিশুর সব না বলা বা অ-উচ্চারিত সব কথাই সঠিক ভাবে বুঝেন।
আজ যাদের মা আছেন। তাঁরা একটা আশ্রয়ে আছেন। একটা নিরাপদ আশ্রয়ে আছেন। শিশুকে, সন্তানকে কঠোর এক নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন্। নানান সব সজ্জিত অস্ত্র দিয়ে। অথবা, সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রাথর্না দিয়ে।
আজ আমাদের অনেক মা ভালো নেই। আমাদের কারণে, অনেক মা যেন আমাদের বাড়িতেই অতিথি। এর চেয়েও অনেক মা আরো খারাপ অবস্থানে আছেন।
নিজের মা বলে হয়তো কোন কথা নেই। সব মা, আমাদের মা। কেন !! রাস্তা পার হওয়ার সময় আমরা কি কোন মাকে রাস্তা পার করিয়ে দেই নি !! মা অভিন্ন একটি পরিচিতি। একটি এক অর্থ।
এতদিন যার শুধু একটাই পরিচিতি ছিল। একজনের স্ত্রী। তিনি আজ মা হতে যাচ্ছেন। নূতন একটি পরিচিতি। মা।
নয় মাস, আরো অধিক কাল, মন দুরু দুরু করেছে। উৎকন্ঠা। নূতন শিহরণ। নূতন অনুভুতি। চেহারায় পরিবর্তন। নূতন লাবন্য। শরীরে পরিবর্তন। সাবধানে চলাচল।
আজ সব কিছুর অবসান। শরীরের পনেরো বিশটা হাড় ভেঙে ফেলার মত ব্যথা শরীরে ধারণ। কাঠ কাটার বড় বড় দাঁতওয়ালা করাত শরীরে চালানো্। তিনিই তো হবেন আজ শিশু মা। আমাদের ম।
date : 05/13/2012
রেটিং করুনঃ ,