যদি কাগজের নৌকার মত একটা জীবন পেতাম ! যার কোন খেয়া-খাট থাকে না,
হেলে দুলে ডুবে গেল কিনা যার কোন খবর রাখার প্রয়োজন হয় না !
কোন মাঝি থাকে না, থাকে কোন যাত্রি, যার বৈঠারও প্রয়োজন নেই,
নেই কোন বাহারি কারু কাজ করা পালের !
যাকে হাওয়া টেনে টেনে নিয়ে যাবে ! বন্দর থেকে বন্দরে।
অথচ দেখ-
একটি ভাঙ্গা খেয়া তরীর জীবন আজ আমার,
নদীর এপার-ওপার করার মধ্যে আমি সীমিত হয়েছি।
নাননা ভাবনা আসে মনে ! ঝড় বাদলের, নদী যদি শুকিয়ে খা খা হয়ে যায় !
অধিক স্রোতে যদি ঘাট তলিয়ে যায় !
অটো জল-যান যদি সব যাত্রী কেড়ে নেয় !
কারণেই ভাবি, যদি কাগজের নৌকার মত একটা জীবন পেতাম !
তারিখঃ সেপ্টম্বর ১৭, ২০১৮
রেটিং করুনঃ ,