চলার পথে পথে নানান কথা – পর্ব ১১ – এগারো
চলার পথের একজন লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি “কাউকে কথা দিয়ে তা ভাঙ্গার মধ্যে অনেক লাভ লুকিয়ে থাকে। ” তখন উদ্ধৃত বাক্যটি মনে হয় একটি অর্থহীন বাক্য।
বাস্তবতার নিরিখে কথাটি বেশ সত্য বটে।
কাউকে কোন কথা দিলে সে তার আয়ত্বের মধ্যে থাকে, নানান কাজে তাকে লাগানো যায় নানান কাজ উদ্ধার করা যায়। কেউ যদি কাউকে চাকুরী দেওয়ার কথা দিয়ে থাকে বা তার সম্পত্তির কিঞ্চিত পরিমান দান করে দেওয়ার কথা দিয়ে থাকে। তা হলে চাকুরী পাওয়ার আশায়, সম্পত্তির কিঞ্চিত পরিমান লাভের আশায় প্রজা রূপ আচরণ করতে থাকে আর যিনি কথা দেয় তাকে রাজা রূপ মনে হয়।
কথা দিয়ে কথা রক্ষা না করে বরং দেওয়া কথা ভেঙ্গে ফেললে সেই প্রতিশ্রুতিকারীকে চাকুরী না দিয়ে অন্য একজনকে অর্থের বিনিময়ে চাকুরী দিয়ে লাভ বান হওয়া যায়। কিঞ্চিত পরিমান নিজ সম্পত্তি বিলিয়ে না দিয়ে তা যদি বিক্রি করা যায় তা হলে নিজে লাভবান হওয়া যায়।
সমাজ দিনে দিনে পরিবর্তিত হচ্ছে তাই এমন কথা একেবারে বেমানন বা কুশ্রী নয় বরং সঙ্গত। অনুরূপ ভাবে প্রেমে ভালোবাসার বেলায় এমন কথাই খাটে, আবেগ অনুরাগের বসে একজন প্রমিকা যখন বুঝতে পারে কম সম্পদশালীকে প্রেমিক নিবার্চন করা হয়েছে তখন প্রেমের খাতায় কথা দেওয়াকে ভেঙ্গে দিলে প্রমিকার বরং সম্পদশালী বর জুটে যাওয়ার কথা। একই ভাবে আবেগ অনুরাগের বসে একজন প্রমিক যখন বুঝতে পারে সে একজন কম সম্পদশালী, সৌন্দর্যহীন, বয়সে বড় একজন প্রেমিকা নিবার্চন করা হয়েছে তখন প্রেমের কথা দেওয়াকে ভেঙ্গে দিলে প্রমিকের বরং সম্পদশালী সাথে সুন্দরী কণে জুটে যাওয়ার কথা।
সমাজ দিনে দিনে পরিবর্তিত হচ্ছে সকলই বুঝতে শিখেছে ত্যাগে শুধুই ক্ষতি, নগদ গ্রহনে লাভবান, নিজের লাভের কথা ভাবার সমাজে এখন যদিও এই মনোভাব সমাজ একটি ভঙ্গুর সমাজের দিকে এগিয়ে চলেছে।
তারিখ: মে ২২, ২০১৮
রেটিং করুনঃ ,