ভাগ্যের কলম লিখে দিয়েছিল বেশ শক্ত কালিতে
যাকে বলে অমুছোনীয়।
কিছুই জানা ছিল না কী ছিল ভাগ্যের লিখনে ,
শুধু ছিল মনে দৃঢ়তা আর আত্ম -বিশ্বাস।
হাতে হাত রাখার ষ্পর্শ পবিত্র হবে একদিন
পাড়ার গুন্জন ধুয়ে মিশে যাবে মাটিতে
আর আমাদের উড়ে চলা হবে আকাশে
মেঘ, চিল কিম্বা ইচ্ছা পাখির মত
আষাঢ়ের বাদর দিন, শ্রাবণের ঘনো ঘোর
বসন্তের পাতায় পাতায় দোলন আর কৃষ্ণ চুড়ার রঙে সারা মনে
মনে বিশ্বাসের নানান মজবুত ভিতে
ঘর হবে, সে ঘরে পরী হয়ে আসবে
জ্যোৎস্নার আলোতে রাত যেমন শোভাময়
মুক্ত হাসি
যেমন করে নেমে আসে পাহাড়ারের ঝর্ণা থেকে
এক সাথে, আবারও হাতে হাত রেখে
হোক সে কৃষানের ঘর আমাদের জন্যে রাজ-মহল।
সকল হতাশা এসে , সকল বাঁধা এসে
বলে গেল আজ তোমরা এ পাড়ের ও পাড়ের বাসিন্দা
বহু আগেই কলম লিখে রেখেছিল তা।
তারিখ: আগষ্ট ১২, ২০১৩
রেটিং করুনঃ ,