কত কথা শুনি তুমি নাকি ভ্রমণে বেড়িয়েছিলে বেশ দূরের পথে, কয়েক রাত এক সাথে
যুবকের সাথে, তাতে তোমার পাপ হয়েছে নাকি তাতে!
মুখের লাবণ্য ধসে পড়েছে, শরীরের গড়নও, ওসব নাকি পাপের কারণে
কানাঘুষা, কুটনামি কত কথা রঙ লাগিয়ে ক্ষণে ক্ষণে জনে জনে।
কলঙ্কের দাগ থেকে মুক্তি পেয়েছে কী আকাশের চাঁদ !
যদি কলঙ্ক থাকে চাঁদে তবে এসব মানুষের গড়া দিনকে করা রাত ।
বাহিরে কত শ্রভ্রতার প্রতীক, ভীতরে যে অনেকের কলঙ্কের সাগর
কে যায় গভীরে ! অনেকের কলঙ্কের কথা শুধু নিজেই জানে আর জানে তার একজন সঙ্গীবর।
যদি তৃষ্ণা আসে মনে, ক্ষণিক প্রেম বাসনা যদি ভালো লেগেছিল তারে
যদি উজার করে দিয়েছো হয়তো তার অধিকারে।
তাতে কি কলঙ্কের ছোঁয়া লাগে কলঙ্ক বসত করে!
কলঙ্ক কি বেচা কেনা হয় সস্তা বাজার দরে !
যা কলঙ্ক নয় তা যাবে মুছে ধীরে ধীরে
অন্তরে রেখেছি তুমি থেকো আবারও আমার অন্তর নদীটির তীরে।
যে দেখায় তোমাকে দেখেছি পূর্ণতার রূপে, হৃদয় জুড়ে –
তুমি সেই আমার শ্রভ্রতার প্রতীক, খাঁটি স্বর্ণ যেমন আগুনে পুড়ে পুড়ে।।
তারিখ: আগষ্ট ২৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,