তানীমের বিয়ে আজ, তেমন কোন আয়োজন নেই সামান্য কয়েক জনের উপস্থিতিতে। তারা দাদার বাড়ির কোন ভূমিকা নেই দাদা বাড়ির লোকজন যেন অতিথি ওর নানা বাড়ির সব নিয়ন্ত্রণে তবুও নিজের উপস্থিতি খুব জরুরী ছিল, কর্ম বা ভাগ্য কখন যে কোথায় নিয়ে যায় ! পরিকল্পনায় ছিল অফিসের কথা ভেবে ছুটি নেওয়া সম্ভব না, ও বাবা চলে যাওয়ার পরে আমার হাতে তুলে দিয়েছিল ও নানু, কিছু দিন খোঁজ খবর রাখলেও পরে ধীরে ধীরে সরে এসেছি স্বাভাবিক পরিস্থিতিতে ও স্বাভাবিক ভাবে। কোন দায়িত্ববোধের মধ্যে থাকি নি।
পারিবারিক নানান জটিলতায় পড়ে আজ এই অবস্থান অনেক শক্ত ভূমিকায় থাকার কথা ছিল, এক সঙ্গে অনেক দূর্ভাগ্য পরিবারটিকে ছিন্ন বিছিন্ন করে দিয়ে একটি নিন্ম-মানের পরিবারে তৈরী করেছে। প্রতিটি মানুষ আজ এক এক ধারণায় চলাচল। কারো সাথে কারও কোন সহযোগীতা নেই। তানীম মনে রাখবে তার বিয়েতে দাদা বাড়ির কেউ পাশে ছিল না।
তবুও তাকে শক্তি দিয়ে চালিত রাখতে হবে যাতে সে ভালো থাকে প্রফুল্ল থাকে।
তারিখঃ আগষ্ট ০১, ২০২১
রেটিং করুনঃ ,