কর্মের বৃত্ত-পর্ব- পাঁচ।
করোনাকালে দিন যাপনের ধরণ পাল্টিয়েছে অনেক বিশেষ করে কর্ম ক্ষেত্রে কারিগরি ও কর্ম দক্ষতার প্রসার ঘটেছে ব্যাপক আর পরিবর্তিত সকল কিছুর উপর যারা বেশি দক্ষতা দেখাতে পেরেছে তারাই এগিয়ে চলার পথে। এগিয়ে যাচ্ছে তারাই আর একই প্রক্রিয়ায় বেশি গুন মানুষ পিছিয়ে পড়ছে।
পারিবারিক জীবনে একাকিত্ব ভাবে জীবনের সমস্যার সমাধান করা, কারো সাহায্য পাওয়াটা এখন বেশ দুরহ নিজে খুব একা আর নিজেকেই একা চলে সামনের দিন পারি দিতে হবে। তবে তৈরী করে নিতে হবে একটি সমমনা বলয় যাদের সাথে পাশে নিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে অন্যথায় নিজেকে পড়ে থাকতে হবে পিছনে সারিতে। নিজেকে বদলিয়ে নিতে হবে অলৌলিক ভাবে।
কর্ম-ক্ষেত্রে টিকে থাকার চরম প্রতিযোগিতা! এখন অধিক পরিশ্রম, কৌশলী হওয়া, ইতিবাচন মনভাব বরং নিজের মতামতকে নিজের কাছে লুকিয়ে রেখে কি ভাবে নিজ স্বার্থ উদ্ধার করা যায় প্রয়োজনে সাময়িক ভাবে নিজেকে পরাজিত করে রাখা; সব সময় নিজেকে জয়ি করার মনভাবে বরং ক্ষতি ডেকে আনতে পারে।
কর্ম-ক্ষেত্রে অধিক পরিশ্রমের সাথে যা সকলের কাছে দৃশ্যমান সেই সাথে কারিগরি জ্ঞানার্জন ছাড়া অন্য কোন বিকল্প নেই। মনের মধ্য ধারণ থাকবে সহ-কর্মিরা নিজের তুলনায় ক্রমেই এগিয়ে যাচ্ছে আর পিছনের সারিতে যারা আছে তারা আরো অনেক মেধাবী দ্রুতই সব কিছু চোখের পলকে তারা নিজের আয়ত্বে নিয়ে নিচ্ছে।
দিনে দিনে নিজে পিছিয়ে যাচ্ছি এর বড় কারণ হচ্ছে দীর্ঘ দিনের একই ধরণের অভিজ্ঞতা কোন কাজে আসছে না বরং পিছনের সারিতে যারা ছিল তা অধিক মেধা বিকাশে মেধার ভান্ডার, জীবন প্রতিযোগিতায় উত্তির্ণ হওয়া, দ্রতু দক্ষতার, প্রতি পদক্ষেপে এগিয়ে থাকার দলে।
পরিশ্রমে, বক্তব্যে, কারিগরি জ্ঞানে, স্মার্টনেসে উঁচু শিরে, ভয়কে পরাজিত করে, নিজের স্বার্থকে প্রধান্য দিয়ে এই কর্মনের ভূবনে চালিত করা সবচেয়ে গুরুত্ব পূর্ণ। সেই সাথে ইংরেজী ভাষায় আরো ধারালো, যোগাযোগের ক্ষেত্রে একটি আলোক বর্তিকা আর সাধারণ জ্ঞানে নিজেকে সদা জাগ্রত রাখা
তারিখ: অক্টোবর ২৬, ২০২১
রেটিং করুনঃ ,