কর্মের বৃত্ত-পর্ব- তিন।
নিজেকে কাঙ্খিত পর্যায়ে পৌঁঝিয়ে নিতে বড় প্রয়োজন ছিল শরীরে শক্তির যোগান। পরিশ্রম মুখি শরীর কাঠামো। কিন্তু জুলাইএ করোনা সক্রামণ অতি বাড়তির দিকে থাকায় মনবল বেশ হ্রাস পাচ্ছিল এবং পাচ্ছে , যদিও দুই ডোজ টিকা নেওয়া শেষ তারপরও শরীরকে নিয়ে নিশ্চয়তার বড় অভাব। নিজেকে সাহসী করে করে তুলতে বারবার আবারও ব্যর্থ হচ্ছি।
গরমের মাত্রার কারণে কর্মশক্তিতে বেশ ভাটা, মনের কোণে আনন্দের অভাব। তারপরও নিজেকে বেঁচে থাকতে হবে পরিশ্রম ও সাহসকে সাথে নিয়ে, এ পর্যন্ত নিজেকে এখনও একজন পরিশ্রমী মানুষ হিসাবে দেখতে পেলাম না সেই সাথে একজন সাহসী মানুষ হিসাবে।
করোনাকাল নিজেকে কাঙ্খিত সাফল্যের পথে চালিত করতে বাঁধা দিচ্ছে, কিন্তু তারপরও করোনাকালকে পরাজিত করে নিজেকে এগিয়ে যেতে হবে, যারা সাফল্যের পথে হেঁটে চলছে তারা হয় করোনাকালকে পরাজিত করে অথবা প্রবল মনবল নিয়ে এগিয়ে চলেছে সকল হতাশাকে গুঁড়িয়ে দিয়ে। এই সময়টা বড় একটি শিক্ষা নেওয়ার সময়- এই শিক্ষাকে যারা কাজে লাগাতে পেরেছে পারছে বা পারবে তারাই আগানো পথে, ক্রমাগত এগিয়ে যাওয়ার যাত্রী। সেই পথের পথিক হয়ে যেন চলতে পারি সকল সময়ে শীর উন্নত করে।।
তারিখঃ জুলাই ২০, ২০২১
রেটিং করুনঃ ,