কর্মের বৃত্ত- পর্ব-ছয়।
কর্ম-বলয় এমন একটি ক্ষেত্র যেখানে টিকে থাকতে প্রতিযোগিকে এগিয়ে থাকতে হয় সকলের থেকে এক ধাপ এগিয়ে অথবা নিচে পড়ে যাওয়া বা পিছনের সারিতে।
প্রতিযোগি যদি কাজ করে, পরিশ্রমি হয় সবকিছুতে ইতিবাচক হয় তবে প্রতিযোগির মুখোমন্ডল বলে দিবে প্রতিযোগি একজন উদ্দোগী মানুষ, সারা মুখ জুড়ে দৃঢ়তা একজন সফলতার ছাপ সারা মুখোমন্ডলে।
ভীতি যদি প্রকট হয় তবে প্রতিযোগির মুখোমন্ডলে সকল প্ররিশ্রমের রেখা বা মলিন আভা বা সে বৃধা হবে যদি সে প্রচন্ড পরিশ্রমীও হও !
তুমি যদি নিজেকে প্রতিযোগি মনে কর তবে প্রতিযোগিতায় নাম লিখিয়ে সকলের থেকে এক ধাপ এগিয়ে থাকো, মুখোমন্ডলে ফুটিয়ে তুলো দৃঢ়তার আভা, আত্ম-বিশ্বাসের আভা বা পরিস্ফোটন যা ষ্পষ্ট আর এই সব তৈরী হবে পরিশ্রম থেকে, সাহসিকতা থেকে, উন্নত চিত্ত এবং কাজের প্রতি একাগ্রতাবোধ থেকে।।
তুমি যাকে তোমার প্রতিযোগি মনে করো তবে খুব গভীর ভাবে নিরক্ষণ করলে দেখতে পাবে কোন না কোন দিক দিয়ে তোমার থেকে কয়েক ধাপ এগিয়ে আছে আগে থেকেই এবং এগিয়ে যাচ্ছে প্রবল গতিতে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে কঠোর পর্যবেক্ষণ বুদ্ধি মত্তা খাটিয়ে কৌশলী হয়ে।
তারিখঃ অক্টোবর ২৭, ২০২১
রেটিং করুনঃ ,