কর্মের বৃত্তে- বারো
কর্মের বৃত্তে . আর আগে কখনো বিপদ সংকুল মধ্য দিয়ে অবিবাহিত হয়নি ইদানিং . এর মধ্যে স্মৃতি লোপের লক্ষণ বেশ প্রবল; যদিও এর মাত্রা আগেও ছিল কিন্তু তা সাধারণ এবং অনেকটা সকলের মত। আজ কর্মের বৃত্তে . একা ও অসহায় কোন কর্ম খুঁজে নিয়ে তা চালিত করার মত কোন কিছু নেই তার হাতে তবে চেষ্ঠা করলে সে অনেক কিছু করতে পারে। . নির্বিকার অথচ বার উপর নির্ভর করে আছে বহু মানুষ যাদের সে ছায়ার মত কাজ করতে পারে, করা উচিত খুব প্রখর ভাবে।
দ বড় কর্তিত্ব পরায়ন হয়ে উঠছে, বিশাল মাপের একজন দখলও নিয়েছে সকল ক্ষমতা, ছড়ি ঘুরানোর তার প্রবল নেশা। মানুষকে তুচ্ছ তাছিল্ল করা তার পক্ষ্যে এখন কোন বিষয় না, সে একটি স নেকের ভূমিকায় আছে ! গর্তে নাকি ডালে! নাকি পাতার নিচে ! ধারণা করা যায় তার লক্ষ্য একটাই আর সেই ফাঁদে এখন . । . এখন বেড়িয়ে আসতে হবে কঠোর প্ররিশ্রমের মধ্য দিয়ে সকল দিকে নজর দিয়ে খুব সতর্কতার সাথে। একজন বিপ্লবীর মত, প্রয়োজনে দ জন্য বিপ্লবী। ফলাফল চাই অথবা অবসান। দকে দমিয়ে রাখতে হবে কোন না ভাবে, মেধা খাটিয়ে কৌশল খাটিয়ে। প্রয়োজনে কঠোর পদক্ষেপে দকে নিচে নামাতেই হবে। একক কর্তিত্বের মাথা নামিয়ে দিতে যেন কোন সরল মন কাজ না করে।
আজকের এই অবস্থানের জন একক ভাবে . দায়ি তার কর্ম বিমুখতা, যদি আবারও পরিবার ছেড়ে কর্মকে ধর্ম মনে করতে পারে তবেই . ভেঙ্গে ফেলতে পারবে সকল বাঁধা অবসান হবে দয়ের কর্তিত্ব পরায়ন। নিঃক্রিয় করে দেওয়া হোক একমাত্র লক্ষ।
সকলের মত নিজ নিজ কাজে নিয়োজিত করে জীবনকে চালিয়ে নেওয়ার যথেষ্ট উদ্যাম, উন্নতির জন্য প্রাণ পণ প্রচেষ্টা কি।
জিডি বর্তমান; শুরু হয়েছে লুকিয়ে থাকা জীবন, নানান সংকট। জিডির উপর ভর করে চলা ছাড়া আর বিকল্প দেখি না সেই যে কর্মকে ধর্ম মনে করা।
সকলের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টির বড় অভাব, সেই সাথে বড় অভাব উচ্চ পর্যায়ের মানুষের সাথে চলা ফেরা।
প্রয়োজন বিপ্লব মাথা উঁচে করে দাড়াতে, পারতেই হবে মাথা নোয়ানো যাবে না দয়ের কাছে ভেঙ্গে ফেলতে হবে তার কর্তিত্ব পরায়ন তবেই হওয়া যাবে বিপ্লবী অথবা পতন বা বিদায়………………..
তারিখঃ জুলাই ২৭, ২০২২
রেটিং করুনঃ ,