কর্মের বৃত্তে- পর্ব- ১৭ (সতেরো)
কর্ম ক্ষেত্রের বৃত্তের বাইরে অনেক অনেক পরিবর্তন যা উন্নতি ও সাফল্যের কথা বলে যা সম্ভব হয়েছে পরিপূর্ণ ভাবে কিন্তু কর্মের বৃত্তে থেকে এখনো দৃশ্যমান কিছু উন্নতি বা ব্যপক পরিবর্তন লক্ষিত হচ্ছে না বরং এক ধরণের গতানুগতিক তবে চিন্তা মুক্ত আর কিছু সাহস সঞ্চারিত হচ্ছে।
ইচ্ছা দীর্ঘ একটি ছুটির পরে নিজেকে পরিবর্তন করে কর্ম-মূখি হয়ে কর্মে মুখোরিত হওয়া কথা আর সবার সাথে নির্মল বন্ধুত্ব, কোন ইগো আর মনোমানিল্যকে বিদায়।
না কে এইস এ ২য় বার তিন মাসের মধ্যে সে উঠেছে উপরে উঠার সিঁড়িতে ক্রমাগত সে উপরেই উঠতে থাকবে এবং পারবে, কারিগরী, ভাষা, ব্যবস্থাপনায় সব দিক দিয়ে পরিপূর্ণের ধারা। এই পেক্ষাপটে . এর তলানিতে অবস্থান বলা যায় তবে হতাশারা এখনো বিদায়ে আছে।
দ এখনো স্বাভাবিক সেই সাথে নু ও; তবে ওদের কাছে বার্তা পৌঁছানো খুব প্রয়োজন যে আগের সেই . এখন আর আগের মত নেই, বিশ্বাস সম্ভব হবে, আর সব কিছুকে দেখতে হবে পজিটিভ দৃষ্টিতে।
ভয়ের পাত্র যাবে বহু দুরে আর কর্ম আসবে খুব নিকটে। সাহস আর কর্মে সেই সাথে সাবার সাথে নির্মল বন্ধুত্ব। সমস্যাকে মোকাবেলা করে প্রতি মুহুর্তে সাফল্যকে ধরে নিয়ে আসা।
তারিখ: জুন ২৭, ২০২৪
রেটিং করুনঃ ,