কর্মের বৃত্তে- পর্ব- ১৬ (ষোল)
“কর্মের বৃত্তে এখনও নিয়মিত, গত একটি বছর থেকে এই গন্ডির মধ্যে শুধু থাকা হয়েছে শুধু অবনতি হয়েছে উন্নতির বদলে। মানুষ বা প্রতিযোগিরা এগিয়ে যাচ্ছে তাদের কঠোর পরিশ্রমে, মেধায় যেখানে অর্জনের ঘরে শূণ্যতা ছাড়া আর কিছু হিসাবে আসে না।”
এই সব কথা দুই বছর আগের ( তারিখ: জুন ০৬, ২০২২) এই দুই বছর পরে অনেকটা হঠাৎ করে যখন সর্বশেষ তলানীতে পোঁছিয়ে যখন আর্থিক দিক দিয়ে সফলতা ও স্বচ্ছলতার সাথে নানান আশার আলো দেখার পরে কর্মের বৃত্ত এখন অনেক উজ্বল, ভয়-ভীতি কাজ করে না, সামলিয়ে নিচ্ছে অনেক কিছু, পড়াশুনায় কর্মের অগ্রগতিতে এক ধরণের প্রতিশ্রুতিবদ্ধ যে তাকে উপরে উঠতে হবে এবং পারবে। শারীরিক দিক দিয়ে এখন অনেক স্বাভাবিক ও আশাবাদি, ক্লান্তি প্রায় বিদায়ের পথেঅ অনেক কিছু নখে দর্পনে। পজিটিভিটি কাজ করছে অগ্রভূমিকায় থেকে।
এখনন শুধু নেতৃত্ব নিতে পারলে কর্মের বৃত্তে আর কোন কিছু অবশিষ্ট থাকে না ক্রম হেল এদের দিক দিয়ে বিচার করলে কত ভালো অবস্থানে কিছু পরিবর্তন আনলে সব খানেই সফলতা। তা হয়তো এখন দুয়ারে শুধু উৎসবের অপেক্ষায়।
পরিবর্তন হবেই নানান কৌশলে যেমন করে পরিবর্তন হতে শুরুও করেছে যখন এখন নেই আর্থিক দুঃচিন্তা, শরীরের ভালো গতি। নিজের প্রতি প্রবল যত্নশীল যা দুই বছর ধরে নিজেকে কঠিন ভাবে অবহেলা করেছি। আজ মনকে বর্ণিল করার নানান প্রচেষ্টা। পুরাতন দিনের সাথীদের ফিরিয়ে আনতে পারলে বন্ধুমহলের পরিধি বাড়িয়ে সেখানে ব্যস্ত থেকে সহযোগিতা আদান প্রদান বাড়াতেই পারলেই কর্মের বৃত্তে আলো আর আলো।
তারিখঃ জুন ০৯, ২০২৪
রেটিং করুনঃ ,