কর্মের বৃত্তে- পর্ব-দশ।।
একটি প্রক্রিয়াকাল চলছে নানান হিসাব নিকাশ, সমস্তকিছু একক ভাবে ন এর মধ্যে ঘুরপাক খাচ্ছে, ক ক্ষেত্রে বিদায়ের ভাবনা আর ভবনে টিকে থাকার প্রাণ-বন্ত চেষ্টার কথা কিছুতে বিদায়ের ভাবনা নিয়ে মাথায় রাখা যায় না।
জীবন কখনো এমন ভয়ংকর ধারায় চলে নি, সমস্ত অ-কল্যান ঘিরে ধরেছে চতুর দিকে সকল সম্ভবনার দরজা বন্ধ হয়ে নিজে এখন বন্ধ শালায়। বেরিয়ে যাওয়ার আর কোন পথ নেই। হে থ টাই এখন বড় প্রতিবন্ধকতা। জীবনকে থামিয়ে দেওয়ার মূল শক্তি।।
সব মিলিয়ে ন এবার শেষ চেষ্টায় টিকা থাকা বা বিদায় নেওয়া, টিকে থাকতে গিয়ে এবার সে পরাজিত হতে চায় সা, ভয় থেকে বেড়িয়ে আসতে চায়। বিদায়ের হিসাব মাথায় রেখে এবার তার চলাচল সংগ্রামে, নিজ চিন্তায়, নিজ সিদ্ধান্তে। নিজেরটাই শ্রেষ্ট এবং দক্ষতার।
স্মৃতি শক্তির দূর্বলতা, সাহসহীনতা উচ্ছ্বাসহীন, বন্ধুহীন আর শিক্ষা-মন্ডলের দূর্বলতার কারণে আর এগিয়ে যাওয়া হলো না, মানুষ পরিবর্তন হয় কিন্তু ন এর আর পরিবর্তন হওয়া হলো না, সে থেকে গেল একই রকমের আর নিন্ম-মূখি ক্ষয়ে যাওয়ার প্রতিক হয়ে। তার জানা নেই কালকের জীবনে কী লেখা ! সৈ এর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল আর বর্তমানের সৈ যেন জীবনের সবচেয়ে পরাজয়ের প্রতীক যে জীবনকে মেনে নেওয়া যাবে না, টিকিয়ে রাখা যাবে না। দিনে দিনে কর্ম থেকে দূরে, সাহস থেকে দূরে এই চক্রে কেটে যাচ্ছে দিন বা সমাপ্তির দিন।।
তারিখঃ জুলাই ০৬, ২০২২
রেটিং করুনঃ ,