কর্মের বৃত্তে এখনও নিয়মিত, গত একটি বছর থেকে এই গন্ডির মধ্যে শুধু থাকা হয়েছে শুধু অবনতি হয়েছে উন্নতির বদলে। মানুষ বা প্রতিযোগিরা এগিয়ে যাচ্ছে তাদের কঠোর পরিশ্রমে, মেধায় যেখানে অর্জনের ঘরে শূণ্যতা ছাড়া আর কিছু হিসাবে আসে না।
আশার সকল দরজাগুলি একে একে বন্দ হয়ে যাচ্ছে তা হয় তো আবারও খুলে যেতে পারে কঠোর পরিশ্রমে নিজেকে পরিবর্তনের মধ্য দিয়ে। পরিবর্তনে যে উন্নতি সম্ভব হয় এটি প্রমান করা খুব জরুরী অনেকর মধ্যে তা সম্ভব হয়েছে। অনেকগুলি দিক চিহ্নিত করা ছিল, যেগুলিতে পরিবর্তন আনার প্রচেষ্টা ছিল কিন্তু এক পিছিয়ে পড়া ছাড়া অন্য কিছু অর্জিত হয় নি। সবচেয়ে আশাহিন হয়ে চলা। এই ক্ষেত্রে বড় জোন আর দিন মাসের সময়কাল।
তবুও আশায় থাকা, একলা চলার নীতিতে অবিচল থাকা, ভীতিকে পরিহার করা, আশা ও ইতিবাচককে সঙ্গি করা।
তারিখ: জুন ০৬, ২০২২
রেটিং করুনঃ ,