কর্মের বৃত্তে- পর্ব-নয়।।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব এখন দেশে নানান অনিশ্চয়তা সৃষ্টি করে যাচ্ছে, নিত্য পণ্য দ্রব্যের উর্ধ্ব গতি নিয়ম নীতি ছাড়া। ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করার অপেক্ষায়।
বড় প্রভাব পড়তে যাচ্ছে পোষাক শিল্পে ইতিমধ্যে প্রভাবও পড়েছে, নতুন অর্ডারের সূচক নিন্ম-মূখি আর এখান থেকে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বড় ধরণের। চাকুরী ছাটাইয়ের প্রক্রিয়ায় উচ্চ পরিষদ নিঃক্রিয় থাকার কারণে ধাক্কার কবলে বা তালিকায় নাম জ্বল জ্বল করার কথা।
কোন পরিবর্তনে সামিল করা যায় নি অথচ অন্য সকলে নিজ নিজ ক্ষেত্রে সক্রিয় নানান চিন্তায় বিদায়ের ভাবানায় যতটা কাহিল অন্য কারো মধ্যে কোন লক্ষণ ফুটে উঠে নি এখনও। শুধু সতর্কতা ও হতাশ মুখি প্রবনতার মধ্য দিয়ে সময় চলে যাচ্ছে। নিজের মূল্যমান কোন অবস্থায় উপরের দিকে নয় নেতিবাচক চিন্তায় যেন বিভোর যা ক্রমেই নিচে নামিয়ে দিচ্ছে অথচ সফল হওয়ার চরম চেষ্টা অতীতের সকল ঘাটতি উপেক্ষা করে।
মানুষ পারে কিন্তু আমার পারা হলো না, শুধু দ্রুতই সময় চলে গেল এই কঠিন সময় থেকে উত্তরণের কোন আর খোলা দেখি না।
দ এর মধ্যে একটি প্রবণতা শীর্ষ পদটি দখল করা সেই সাথে প্ররিশ্রমের মধ্য দিয়ে অবস্থান শক্ত করা। না এর মধ্যেও কঠোর পরিশ্রম করে নিজের অবস্থান শক্ত করা, মনে রাখার শক্তি দ এবং না এর মধ্যে অসাধারণ বলা যায় অথচ যেন পারি জমিয়েছি ভুলে যাওয়ার নৌকায়। নাম সংখ্যা বাচক সবই যেন ভূলে যেতে বসেছি। থ এর কথা দিন দিন জটিলের দিকে যাচ্ছে – নিজেকে পিছিয়ে রাখার লুকিয়ে রাখার এটাই বড় কারণ তবে এই থ কে জয় করা যায় অনেকে জয় করতে পেরেছে।।
তারিখঃ জুন ১৮, ২০২২
রেটিং করুনঃ ,