কর্মের বৃত্তে- পর্ব-আট।।
কর্ম-ক্ষেত্রে এখন কাজের সংকট, ছাঁটাই মাথা চাড়া দিয়ে উঠছে তালিকা ভূক্ত হতে কত-ক্ষণ ! ছাঁটাই পরিধীতে নিজের মধ্যে নেতিবাচক ভাবনা কাজ করছে, কর্ম ক্ষেত্রে আর অবস্থান না করার কুলিয়ে উঠা যাচ্ছে না। এখন ক্ষেত্রটিকে আর নিজের মত মনে হচ্ছে না। ক্ষেত্র ত্যাগ করার অর্থ বহু উঁচু থেকে একেবারে নিচে একটি যন্ত্রময় স্থানে পড়ে যাওয়া আর যেখান থেকে উঠে আসা যায় না।
দ্বিতীয় থেকে ঈঙ্গিত আসল বেশ কঠোর ভাবে যে এখন আর অবস্থান শিতল জায়গায় নয় , দূরের উত্তপ্ত জায়গায়, হয় মেনে নেওয়া অথবা চলে যাওয়া অনেক সময় কাটানো হয়েছে এখানে !
ঘন্টা বাজার প্রবল ঈঙ্গিত আবার মনে হলো কর্মের একটি খোলা পথ পাওয়া গেল কিন্ত শ নিয়ে চিন্তিত ধকল কতটুকু সামলো যাবে।
বড় করুণ সুরে আবেদন ছিল আরো চারটা বছর কষ্ট করে ক্ষেত্রে কাজ জালিয়ে যাওয়া। সেই মূখটাই ভাসে আশা জাগে কিন্তু শ এখন প্রতিকূলে! ম্লান হয়ে আসে তখন সকল আশা, ডুবে যাই অন্ধকারে।
দূরের উত্তপ্ত জায়গায় যেতে হবে নানান জনের সাথে দেখা হবে কথা হবে মাথার সক্রিয়তা বাড়বে টিকে থাকার খুঁটি মজবুত হবে এই ভেবে দ এর সাথে দূরুত্ব কমবে। অভিজ্ঞতা বাড়বে দক্ষতা বাড়বে। অনেকেই এই কর্মটা মেনে নিয়েছে এইসব আশায় বেশ ভালোই লাগছে।
তারিখঃ জুন ০৯, ২০২২
রেটিং করুনঃ ,