কর্মের বৃত্তে- পনেরো।
. যদি নিজেকে বদলাতে পারে যদি তার নেতিবাচক বৈশিষ্ট থেকে নিজেকে দূরে রাখতে পারে ধীরে ধীরে অভ্যাস বদলের মধ্য দিয়ে তবে . এগিয়ে যেতে পারবে এটি নিশ্চিত। অনেক বৈশিষ্ট বদলে ফেলার প্রয়োজন নেই শুধু একটি মাত্র তা হলো ভয়। যা হবার তা হবে বা পরিস্থিতি মোকাবেলা করতে হবে, মোকাবেলা করে জয়ি হতেই হবে এই ধারণা যতক্ষণ পর্যন্ত স্থাপন না হবে ততদিন কোন কোন পদক্ষেপ রচিত হবে না।
ভীতির সঞ্চার হলো ২ হয়তো খুব বিরুপ; হয় তো যাওয়ার দরজা খুলে দিবে বাধ্য করবে, ইনক্রিতে প্রভাব ফেলবে একই ভাবে পদের ধাপেও। কিন্তু এ পর্যন্ত কিছুই হলো না ধারণাটা মিথ্যা আর অযথাই ভয়ের কারখানার সৃষ্টি।
১ বলয়ে একটি স্থান আছে সেটি ধরে রাখার মধ্যে সার্থকতা অথাৎ সব ভালো যার শেষ ভালো এই কাব্য-কথায়।
পদের ধাপে একটি লজ্জাকর প্রভাব ফেলতে পারে – তবে অনুমানের উপর ভিত্তি করে নয়। এগিয়ে যেতে সেই লক্ষ্যে যেখানে জীবনের লক্ষ্য শুধু মাত্র লক্ষ্য পূরণ করা।
একটি সুন্দরমত ঠিকানা, পরিবারের আশা পূর্ণ এটাই লক্ষ্য যদিও খুবই ক্ষুদ্র। জ্বলন্ত আশা পূরণের লক্ষ্য ছাড়া কোন কিছুই সম্ভব নয়, আর অসম্ভবকে সম্ভব করাটাই আজকের লক্ষ্য যার সমাপ্তি ঘটবে আগামী দুই বা নাই বছরের মধ্যে।
দ; ন; না কোন না কোন দিক দিয়ে ছাড়িয়ে যেতে হবে। ন এর অনুপস্থিতি জীবনে কিছুটা গতি এনেছে এবং এই ধারাবাহিকতা থাকবেই- এটাই লক্ষ্য।
তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৩
রেটিং করুনঃ ,