খানিক কাল তুমি আছো দূরে –
বাঁধব তোমায় আমার কোন সুরে!
হৃদয় দিয়ে কি ! নাকি বিলিয়ে সবিই
নাকি কেবলি তোমার হয়ে কবি।
সুরের বাঁধনে বাঁধতে চেয়েছি, চেয়েছি মায়াতে
কোমল হৃদয়ের পাতা আসনের শিতল ছায়াতে।
সব অর্জন সব সঞ্চয় বিলিয়ে দিয়ে সব তুচ্ছ করে
মায়ার বাঁধনে বাঁধতে চেয়েছি যতদিন এই ভূবন ‘পরে।
কেবলি তোমার কবি হয়ে তোমার কথা মালায় সাজিয়ে –
হৃদয়ের বাঁধনে বাঁধতে চেয়েছি মুক্ত আনন্দ ঘন্টা বাজিয়ে।
তারিখঃ জুন ০৬, ২০২০ (শ)
কথা গুচ্ছঃ চোখের আড়ালে।
রেটিং করুনঃ ,