আমার অন্তরের সবটুকু দেখানোর জন্য
একটু একটু সময় বের করে বসে থাকি-
তোমার সময় হবে না জানি,
অনেক ফুলদানী এখন থাকে তোমার অপেক্ষায়।
তবুও অপেক্ষায় থাকি।।
কখনও যদি কোন ভুলে
আমার হৃদয় দুয়ার খুলে
পৌঁছিয়ে যেতে নিমিষে
এ কালের স্যাটালাইটে বসে।
হৃদয়ে থাকা একটি শান্ত বাগান,
পাহাড় কোলে ঝর্ণার ধারা
পাখিদের ঝাঁক
শান্ত ঢেউয়ের সমুদ্র
আরও সব রত্ন ভান্ডার নিয়ে যে আমি
কথা দিয়ে কথা রাখার যে মহৎ পাত্র
পণ, প্রতিশ্রুতি ভাঙ্গার মেলা বসে না যে হাটে
সবটুকু দেখানোর জন্য কখনও আমার অন্তর কাঁদে।
পৃথিবীর ‘পরে কত ক্রন্দন ! হাহাকার অত্যাচার !
আমার অন্তর কাঁদার কে দিবে মূল্য আর !
তবুও তোমার অপেক্ষায় থাকি !
কিছু না দেখলেও শুধু এবার হলেও দেখে যেও-
কথা দিয়ে কথা রাখার আমার যে মহৎ পাত্রটি।
পণ, প্রতিশ্রুতি ভাঙ্গার মেলা বসে না আমার সেই হাটটি।।
তারিখঃ সেপ্টম্বর ২০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,