খুব বড় জোড় একটা দিন বা তিনটা দিন ধরে তোমাকে দেখি না
এর থেকে বেশি দিন কি হবে ! এতে মনে হচ্ছে কয়েক হাজার বছর
দেখি না তোমাকে !
শুধু তোমার বেলায় এ কেন সময় কালের আচরণ!
এক দিন বা তিন দিন কেন দীর্ঘ হয়ে কয়েক হাজার বছর হয়ে যাবে।
অযথা অসাহায়ত্ব দিও না, যা সহ্য করতে পারি না।
তোমাকে এক বিন্দু দেখায় অসাহায়ত্ব ঘুচবে বিশ্বাস প্রকট।
তারপরও তুমি কোন খেয়ালে চোখের আড়াল হলে
কয়েক হাজার বছরের দীর্ঘ সময়ে।
একটি আশা আছে দেখা হবে শীঘ্রই অথবা কালই কিন্তু
সাইক্লোলন বেগে সময় শুধু দীর্ঘই হচ্ছে।
আপাততঃ বিরহ লাঘবে একটি টেলিপ্যথি কেন দিয়ে গেলে না !
যদি মনের খোঁজটা মন জেনে যেত ! কখনও ঠিক কোথায় আছো !
কেমন আছো, প্রতি ক্ষণটা ভালো আছো এমন নিশ্চয়তা থাকলে
কয়েক হাজার বছরের দীর্ঘ সময়কাল খুব ছোটই হতো বরং।
অপেক্ষার খুব দীর্ঘ সময়কালটা খুব সংক্ষিপ্ত হওয়াটাই ছিল চাওয়া।
যেমন দেশের বড় বড় নেতাদের সংক্ষিপ্ত সফরের মত।
যা প্রতি মূহুর্তে পরিবেশন হয় রেডিও টিভিতে।
তুমিও একটা দিন বা তিনটা দিনের বিরহ সময়টুকু রেডিও টিভিতে পরিবেশিত হতো
তবে বুঝাই হতো না বিরহ যাতনা কি ! না দেখার তীব্র যাতনা কতটা ভয়াবহ !
তারিখ: জুন ১৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,