কত দুঃখ লুকায়ে, কত খানি হৃদয় শুকায়ে
হাসিছো, খেলিছো ছন্দে, কোন বন্ধন চুকায়ে !
কত বিশাল হৃদয় হলে দুঃখ রাশি লুকাতে পারো
সকল দুখেরে তুচ্ছ করে যেন দুঃখ চাও আরো আরো।
নিশ্চিতে তাই দুঃখ রাশি রাশি সাগরে আপন মনে কর খেলা
দুখেরে পরাজিত করে সেখানে গড়ো উচ্ছ্বাস আনন্দ মেলা,
অবাক বিশ্ময় যত নিত্য দেখি তোমার মাঝে- আমার দুঃখ বিলাসীতা
তোমার দুঃখ রহস্য সাগরে আমায়ও ডুবায়ে রেখো – আমার প্রাণ নিবেদিতা।
পূর্ণ হবো আমি, জীবনের যত সার্থকতা, পাব জীবনের যত পরিপূর্ণতা
দুঃখের মাঝে আমিও খুঁজে পেতে চাই তোমর মত জীবনের গভীরতা।।
তারিখঃ মে ২৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,