মাঝে মাঝে ভাবি
ফুল হয়ে, পাপড়ী হয়ে
কখন মিলিয়ে যাব।
ঐ আকাশে, ঐ বাতাসে-
নদীর স্রোতে,
বনের পাতার সাথে সাথে,
কখন মিলিয়ে যাব।
এখানে কিছু কাল
চলাচলে-
যাতনা আছে, বেদনা আছে।
আছে সুখ-মিশ্রিত দুখ।
এখানে কভু যদি
সুখের পথে চেয়ে থাকি-
কিম্বা চাঁদের আলোর মত নরম জীবনে,
নানাান মায়ায় নিজেকে জড়িয়ে-
তখন যাতনার ফোটায়, দুঃখের ফোটায়
নিজেকে শুধু হারাই বার বার।
যা ছিল আশা
দূর পথ ধরি
কখন গিয়েছে চলি
শুধু রেখে গেছে দুখের রেশ।
তাই ভাবি বসে বসে-
ফুল হয়ে, পাপড়ী হয়ে
কখন মিলিয়ে যাব।
তারিখ: এপ্রিল ০৩, ২০১৪
রেটিং করুনঃ ,