হঠাৎ দেখি ভিন্ন রূপে তুমি বড় অচেনাও!
কত অধিক চেনা ছিলে অথচ !
অচমকা ভয় মনে
ছমছম আঁধার
নানান আশঙ্কা!
এটা হতে পারে সেটা হতে পারে!
যুদ্ধ শুরুর আগে সবার মনে যেমন থম থম!
সেই থমথম ছমছম আঁধারের আবরণে-
রহস্য জালে আটকা পড়ে কখনও যদি হারায়ে যাও
অনেক অনেক হারায় এভাবে বা অন্য ভাবে
হারাবার আগে একটা প্রস্তুতি থাকে, অজান্তে।
কেন যেন অধিক শান্ত তুমি
যেখানে প্রফুল্ল ছিলে কিচিরিচির পাখিগুলির মত !
উদাস চোখ, ধির পায়ে হাঁটা, চিন্তা রাশি দখলে নিয়েছে তোমায়।
অথচ কয়েক দিন আগেও, হাসি রাশিতে বাঁধ ভেঙ্গে যেত নিত্য।
অধিক অন্তর জানায়
বেশ ষ্পষ্ট হচ্ছে হারানোর ভয়।
কখনও কি ভেবেছো!
তুমি যাদি হারিয়ে যাও কেমন থাকবো আমি !
তোমার হারিয়ে যাওয়ার জায়গাটা হতে পারে-
একটি রাজকীয় ঘর, সে ঘরের রাণী তুমি !
বড় প্রেম গড়ে যখন তোমার অন্তর জানা
অন্তর দখলে যেমন ছিল না মানা !
অবাধ বিচরণ
যখন তখন সর্বক্ষণ!
তোমারি হৃদয়ে
হৃদয় জয়ে।।
থাক !
সব লেনদেন মুছে যাক !
আমি যেমনই থাকি! তুমি থাকো কোন রাজ্যে রানীই হয়ে।।
আমি না হয় সবই নিব নীরবে সহে।।
তারিখঃ অক্টোবর ২১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,