খুব ছোট্ট একটি লেখা।
আমাদের অনেক প্রিয় বোন, বান্ধবি বা খালার নাম পারভীন।
পারভীন একটি ফার্সী শব্দ। ফার্সী কবি ও ইরানী কবি ওমর খৈয়াম, যিনি একজন ছিলেন। তিনি এ কবিতায় লিখেছেন –
” গাওইস্ত বর আসমান করিন পারভীন………।”
বাংলা অনুবাদ করলে দাঁড়ায় –
” আকাশে পারভীন নামের একটি তারা, কাছে আছে একটি বলদ………।’
আমাদের কাজী নজরুল ইসলাম বাংলা অনুবাদ করে লিখেছেন-
” আসমানে একটি বলদ রয় পারভীন নাম তাহার।
আছে আর এক বৃষভ নিচে বইতে মোদের ধরার তার।”
আর এক কবি অনুবাদ করে লিখেছেন-
” গগন মাঝে তারাটি ঐ পারভীন নাম তার।
আছে সেথায় একটি বলদ, খুব কাছে তার। ”
পারভীন মহা জগতে ইংরেজীতে যাকে Pleiades বলে সেখানে মুক্ত তারকা গুচ্ছ হয়ে আছে বা যাকে বলা হয় তারকাদের সাত বোন। যা আকাশে খালি চোখে দেখা যায়।
কবিতার লাইনে যাকে বলত বা বৃষ বলা হয়েছে তা হল বৃষ রাশি। যাদের জন্ম এপ্রিলের ১৯ তারিখ থেকে ২০ ই মে এর মধ্যে তাঁরা বৃষ রাশির জাতক।
রেটিং করুনঃ ,