কাছে রাখিবার, কাছে ডাকিবার কেন যে এ নেশা!
কেন বা এ প্রাণ চায় অবিরত নিবিড় মেলামেশা।
কিসে তুমি গড়া! কোন সম্ভারে ভরা! হলো না জানা
বিশাল এ ভুবনে কোন ক্ষণে কেন যেতে যত মানা!
কেন নিজ খেয়ালে কোন অন্তরালে চির বন্দী থেকে যেতে চাই
কোন সে মোহ কোন সে দ্রোহ কেন সুখ কেবলি তোমাতে পাই !
কেবলি ভাবিবার মাঝে নানান স্বপ্ন আঁকিবার মাঝে
কেন এ প্রসারিত হৃদয় চিত্ত নব নব রাজ রূপে সাঝে !
মেলে নি কোন অর্থ, মেলে নি হিসাব, কোন কোন সূত্র
তোমাকে পাবার আশায় এ হৃদয় করেছে কেবলি বিদ্রোহ।।
কিছু কিছু বুঝি, কেন বুঝি না এ রহস্যের মায়া জাল !
নিবিড় এ রহস্য মাঝে এ কোন ছন্দ ! এ কোন অজানা তাল !
কাছে রাখিবার কাছে ডাকিবার কেন যে এ নেশা
কেন যে ঘোর এ মায়া জালে পড়ি প্রতিক্ষণ হর-হামেশা।।
তারিখঃ মার্চ ২৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,