অন্তর হতে অন্তরে যে শব্দের চলাচল
সে যে কেবলি শান্ত নদীর কলোকল,
আমি অসীম দেখেছি তোমারি মাঝে
সীমা বিহিন রত্ন ভান্ডারে রাজ সাঝে।
মহা-মূল্যমানের কি মহিমা তা- কখনও জানি নাই
সকল মহা-মূল্যমানের পরিমানে যা – পরাজিত করে তোমাকে কেবলি পাই।
সকল সুখের কঠিন রূপ ধারণ করে আজি
মুক্ত আকাশে উদার চিত্তে সকল অন্তর প্রকাশি।
ধন্য আমি, ধন্য জন্ম তোমার কিঞ্চিত পরশে
জগতের সকল দাহ যেমন যায় মুছে আষাঢ়ের বরষে।
সকল শান্তির শান্তি তুমি, কল্যানী, সকল উদারতা,
অন্তর দিয়ে অন্তর দেখেছি, দেখেছি অন্তরের গভীরতা।
সেইখানে হোক সকল সময়টুকুর ঠাঁই প্রত্যয়, দৃঢ়বলে,
সকল ক্ষীণতা, হীনতা মুছে ঠাঁইটুকু মোর শুদ্ধ আত্মার তলে।
কত থাকে আকুলতা, আত্মার ব্যকুলতা – এটাই শেষ নিবেদন,
জীবন যত দিন তোমার দুঃখ ব্যথা সকল এ অন্তরে করে যাব বহন।
তারিখঃ মার্চ ২১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,